জন্মগত ত্রুটি এবং করণীয়
সৃষ্টির লগ্ন থেকে মানুষ বিভিন্ন প্রকার জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে। এ ত্রুটিগুলো অতি সামান্য থেকে অতি জটিল সমস্যা হতে পারে। আদি যুগে গ্রিসে কোনো বাচ্চা জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করলে তারা সেই বাচ্চাকে উঁচু পাহাড় থেকে নিচে ফেলে দিয়ে হত্যা করত। কোনো কোনো সময় তারা সেইব ত্রুটিযুক্ত বাচ্চা নদীতে ফেলে দিত এবং কুমির খেয়ে ফেলত। ক্যাথারজিন সম্প্রদায় ত্রুটিযুক্ত বাচ্চা জন্মগ্রহণ করলে ছুরিকাঘাত করে হত্যা করত। বর্তমান যুগে সভ্যতার ক্রমবিকাশ ও মেডিকেল সায়েন্সের ব্যাপক উন্নতির ফলে কোনো বাচ্চা যেন...
Posted Under : Health Tips
Viewed#: 83
আরও দেখুন.

